কানাইঘাটে সমাজসেবা অফিসের উদ্যোগে হাসপাতালে মেডিকেল যন্ত্রপাতি প্রদান
কানাইঘাট প্রতিনিধিঃ সিলেট জেলা সমাজসেবা অফিসের তত্ত্বাবধানে কানাইঘাটে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল যন্ত্রপাতি প্রদান করা হয়েছে। রোববার বেলা ২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জী হাসপাতালের টিএইচও অভিজিৎ শর্মার হাতে মেডিকেল যন্ত্রপাতি তুলে দেন। উপজেলা সমাজাসেবা অফিসের অর্থায়নে হাসপাতালে আগত রোগিদের সেবা সহায়তার জন্য পালস অক্সিমিটার ২ টি,ডিজিটাল বিপি মেশিন ১ টি,ইনফ্রারেড থার্মোমিটার ১ টি ও নেবুলাইজার ২ টি মেডিকেল যন্ত্রপাতির এ প্যাকজটি প্রদান করা হয় । মেডিকেল সামগ্রী হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী সহ কর্মকর্তা কর্মচারী বৃন্দ।