জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর ঐক্য প্রক্রিয়া সম্পাদন সভা অনুষ্ঠিত

জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর ঐক্য প্রক্রিয়া সম্পাদন সভা অনুষ্ঠিত

১১ আগষ্ট ২১ ইং রোজ বুধবার  ৫৯ ব্রিকলেন ,লন্ডনে ,জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর ঐক্য প্রক্রিয়া সম্পাদন সভা অনুষ্ঠিত হয় । 

জনাব  নোমান আহমদ তাপাদার,জনাব মো: জিয়াউর রাহমান, জনাব জুয়েল আহমেদ চৌধুরী, জনাব শাহরিয়ার চৌধুরী,জনাব বারিষ্টার সাইফ উদ্দিন খালেদ  এই পাঁচজনের মধ্যস্থতায় উভয় পক্ষের নেতৃবৃন্দের উপস্থিতিতে সমোঝোতা স্বাক্ষর করেন সভাপতি ,জনাব মো: জুবের আহমদ লস্কর ও জনাব শেরওয়ান চৌধুরী : এবং সাধারন সম্পাদক  জনাব মো : আতিকুর রহমান চৌধুরী ও মো: আবুল হুসেন ।

সমোঝোতা স্বাক্ষারের পর উভয় কমিটিকে বিলুপ্ত ঘোষনা করা হয় । সর্বসম্মতিক্রমে আটজন নির্বাচন পরিচালনা কমিটি ঘোষনা করা হয় সর্বজনাব ১। শেরওয়ান চৌধুরী,২। মো:জুবের আহমদ লস্কর ৩। আবুল হুসেন ৪। মো: আতিকুর রহমান চৌধুরী ৫।কামরুল হুসেইন দেলওয়ার ৬। আবদুল্লাহ আল মাহমুদ ইমন ৭ ।ফজলে আহমদ চৌধুরী একলিম ৮।জয়নুল আবেদীন।

এই কমিটি নির্বাচন পর্যন্ত বহাল থাকিবে ।

দীর্ঘাদিন থেকে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দুটি গ্রুপ ছিল।অ

বশেষে জকিগঞ্জের ইউকেতে অবস্থানরত কমিউনিটি নেতাদের মধ্যস্থতায় দুটি গ্রুপ ভেঙ্গে একটি গ্রুপে মিলিত হন।





Post a Comment

Previous Post Next Post