জকিগঞ্জে প্রাইভেট স্কুল শিক্ষকদের মতবিনিময় সভা
জকিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অধীনে জকিগঞ্জ সদর ও সুলতানপুর ইউনিয়নের প্রাইভেট স্কুল সমুহের শিক্ষক ও পরিচালকদের মতবিনিময় সভা মঙ্গলবার সকাল ১১টায় বাবুর বাজারস্থ ক্যাডেট কেয়ার স্কুলে অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক নোমানুর রশীদের সভাপতিত্বে ও ট্যালেন্সহোম স্কুলের প্রিন্সিপাল তারেক আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জকিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, মর্নিংস্টার স্কুলের প্রিন্সিপাল সেলিম আহমদ, আল ফালাহ্ একাডেমীর পরিচালক মাওলানা আব্দুল জব্বার, কুসুমকলি কিন্ডারগার্টেন এর প্রিন্সিপাল তারেক আহমদ, গোল্ডেন একাডেমির পরিচালক আতাউর রহমান, প্রিন্সিপাল মাছুম আহমদ, হাজি আব্দুল আজিজ তাপাদার গালস্ স্কুলের মিলাদ উদ্দিন, সুলতানপুর নুরানী কেজির প্রিন্সিপাল তাছনিয়া পারভীন, মেরিটহোম মডেল স্কুলের সহকারী শিক্ষক আবু সুফিয়ান, আলোর মেলা স্কুলের সহ-শিক্ষক রুহুল আমিন, চারিগ্রাম কিন্ডারগার্টেন এর প্রিন্সিপাল হোমায়রা আক্তার, কর্ডোভা মডেল একাডেমির সহ-শিক্ষক রেদওয়ানুল করিম তালহা প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ট্যালেন্সহোম এর প্রিন্সিপাল তারেক আহমদকে সুলতানপুর ইউনিয়ন ও কুসুমকলি কিন্ডারগার্টেন এর প্রিন্সিপাল তারেক আহমদকে জকিগঞ্জ সদর ইউনিয়ন শিক্ষক প্রতিনিধি নির্ধারণ করা হয়েছে।