আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলীর ইমামতিতে মাওলানা আব্দুল হান্নান সাহেবের জানাযার নামায সম্পন্ন

 আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলীর ইমামতিতে মাওলানা আব্দুল হান্নান সাহেবের জানাযার নামায সম্পন্ন




হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)'র দীর্ঘ দিনের সফরসঙ্গী, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলাধীন দেওতৈল নিবাসী, লতিফিয়া ক্বারী সোসাইটি নবীগঞ্জ উপজেলার সভাপতি হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেবের জানাযার নামায অদ্য ৪ আগষ্ট ২০২১ ইং, বুধবার হাজারো মানুষের উপস্থিতে দেওতৈল স্কুল মাঠে অনুষ্টিত হয়েছে।

জানাযার নামাযের ইমামতি ও নামায শেষে মোনাজাত করেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র মোহতারাম কেন্দ্রীয় সভাপতি, হযরত আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী। 

উল্লেখ্য যে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি গতকাল বিকেল ৪ ঘটিকায় সিলেট ওয়েসিস হসপিটালে ইন্তেকাল করেন।

তিনি দীর্ঘ দিন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)'র সফরসঙ্গী ছিলেন।তিনি নবীগঞ্জ উপজেলাধীন নহরপুর মাদরাসায় শিক্ষকতা করেন সেই সাথে লতিফিয়া ক্বারী সোসাইটি নবীগঞ্জ উপজেলা সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি জীবনের শেষ ১৪ বছর শাহজালাল ডি.ওয়াই.কামিল মাদরাসার অধ্যাক্ষ মাওলানা কমরুদ্দিন চৌধুরী ফুলতলীর সফরসঙ্গী ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) ছাহেবজাদা,নাতি,আনজুমানে আল ইসলাহ,  তালামীযে ইসলামিয়া,লতিফিয়া ক্বারী সোসাইটি নবীগঞ্জ উপজেলা সহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ ও স্থানীয় জনতা। 



তাঁর শেষ ইচ্ছানুযায়ী নিজ গ্রামে অবস্থিত  লতিফিয়া ক্বারী সোসাইটি নবীগঞ্জ উপজেলার কার্যালয়ের  পাশে কবরস্থানে দাফন করা হয়।

মহান আল্লাহ পাক উনাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করুন.. আমীন।



Post a Comment

Previous Post Next Post