জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশন'র ইউকে তে বসবাস রত সদস্যগণের উদ্যোগে- সংবর্ধনা সভা ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত ৷*

 *জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশন'র ইউকে তে বসবাস রত সদস্যগণের উদ্যোগে- সংবর্ধনা সভা ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত ৷*




এসি আজাদঃলন্ডন

গত ২২ জুলাই ২০২১ ইং তারিখ বৃহস্পতিবার জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশন'র ইউকে তে বসবাসরত সদস্যগণের উদ্যোগে - ঈদ পূনর্মিলনী সভা ও ইংল্যান্ডের পরিচিত মূখ, এক শত এক বছরের প্রবীন মুরব্বী, ইংল্যান্ড থেকে বাংলাদেশে গাড়ী চালিয়ে যাওয়া ব্যাক্তি, গত রমাদ্বান মাসে চ্যানেল এস এর সাথে এক হাজার পাউন্ডের ফান্ড রাইজিং এর উদ্দেশ্য নিয়ে নিজের গার্ডেনে হাটার ঘোষনা দিয়ে প্রায় সাড়ে চারশত হাজার পাউন্ড ফান্ড রাইজিংকারী ব্যাক্তি, বৃটেনের রানীর কাছ থেকে (অবিই) খেতাব প্রাপ্ত বিশিষ্ট সমাজ সেবক জনাব আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম চৌধুরী সাহেব এবং বৃটেনের আই অন টিভির ক্বিরাত প্রতিযোগীতায়  অংশগ্রহন করে সংঠনের সহ সভাপতি এসি আজাদ চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা রুলী চৌধুরীর দুই মেয়ে মাইসা চৌধুরী ও রাইসা চৌধুরী সেমি ফাইনাল ও ফাইনেল পর্ব পর্যন্ত যাওয়ায় সংঠনের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ছে ৷

সংগঠনের উপদেষ্ঠা শাহীন রশিদ এর সভাপতিত্বে ও উপদেষ্ঠা মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন শরীফ থেকে তিলাওয়াত করেন মাইশা চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা রুলী চৌধুরী ৷ পরিচিতি পর্ব শেষে আলোচনা করেন তাঁর ছেলে আতিকুল ইসলাম চৌধুরী, এম এ হাফিজ বকুল, উপদেষ্ঠা আব্দুল্লাহ আল মাহমুদ ইমন, আব্দুল বাছিত মুকুল, সহ সভাপতি এসি আজাদ চৌধুরী, সদস্য কাজী খালেদ আহমদ, মোহাম্মদ ইব্রাহিম ৷ আলোচক বৃন্দ সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ৷ আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম চৌধুরী সাহেব ও তাঁর ছেলে সংগঠনের প্রশংসা করে নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান ৷ নেতৃবৃন্দ ও উনাদেরকে ধন্যবাদ জানান ৷ পরে সম্মাননা স্বারক প্রদান করা হয় ৷ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আজিজা চৌধুরী, আমিরা চৌধুরী, রাইসা চৌধুরী, কাজী ইসরা প্রমূখ ৷

পরিশেষে উপদেষ্ঠা মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ এর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় ৷




Post a Comment

Previous Post Next Post