প্রবাসে করোনাক্রান্ত হয়ে জকিগঞ্জের হান্নানের মৃত্যু

 প্রবাসে করোনাক্রান্ত হয়ে জকিগঞ্জের হান্নানের মৃত্যু


প্রবাসে করোনাক্রান্ত হয়ে মারা গেছেন  জকিগঞ্জের উত্তর গোটারগ্রামের মৃত আব্দুল ফাত্তাহ মিয়ার বড় ছেলে আব্দুল হান্নান। 
হান্নানের ছোট ভাই আব্দুল মান্নান জানান, প্রায় ২০ দিন থেকে তাঁর বড় ভাই করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ শুক্রবার  বাংলাদেশ সকাল সময় ১০ টার সময় ওমানের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাইহী রাজিয়ুন ।
তাঁর  ৫ বছর  ও দেড় বছরের দুটি ছেলে সন্তান রয়েছে। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


Post a Comment

Previous Post Next Post