মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা-মুফতি কাজী মনসুর

 মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা?-মুফতি কাজী মনসুর


*بِســــــــمِ اللّــہِ الرّحمٰـــــنِ الرَّحِیـــــــم*

📚 অনেকেই জিজ্ঞাসা করেছেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানী করা যাবে কিনা? 📚

সমাধানঃ  মৃতের পক্ষ থেকে কুরবানী করা জায়েয। তবে যাদের উপর কুরবানী ওয়াজিব তাদের পক্ষ থেকে কুরবানী করতে হবে। এরপর সুযোগ থাকলে মৃতের পক্ষ থেকে কুরবানী করতে পারেন। 

মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে থাকে তবে সেটি নফল কুরবানী হিসেবে গণ্য হবে। কুরবানীর স্বাভাবিক গোশতের মতো তা নিজেরাও খেতে পারবে এবং আত্মীয়-স্বজনকেও দিতে পারবে। 

আর যদি মৃত ব্যক্তি কুরবানীর ওসিয়ত করে গিয়ে থাকে তবে এর গোশত নিজেরা খেতে পারবে না। গরীব-মিসকীনদের মাঝে সদকা করে দিতে হবে।

 (মুসনাদে আহমদ ১/১০৭, হাদীস ৮৪৫, ইলাউস সুনান ১৭/২৬৮, রদ্দুল মুহতার ৬/৩২৬, কাযীখান ৩/৩৫২)

Post a Comment

Previous Post Next Post