কুরআনিক ফাউন্ডেশন জকিগঞ্জ এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন


 কুরআনিক ফাউন্ডেশন জকিগঞ্জ এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন


কুরআনিক ফাউন্ডেশন জকিগঞ্জ  এর নতুন কমিটির অভিষেক সম্পন্ন 
-----------------------------------------------------------
অদ্য ২৮.০৫.২০২১ ইংরেজি রোজ শুক্রবার বিকাল ৩.০০ঘটিকায় উপজেলার অন্যতম দর্শনীয় স্থান আট্গ্রামস্থ সাজিদ রাজার বাড়িতে  বৃহত্তর সিলেটের সুনামধন্য ও পরিচিত সংগঠন,   কুরআনিক ফাউন্ডেশনের ২০২১-২২ সেশনের নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ফাউন্ডেশন পরিচালনা বোর্ডের  চেয়ারম্যান প্রভাষক মাওলানা Sehab Uddin  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং নতুন কমিটিকে শপথ পাঠ করান।
ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের অন্যতম  পরিচালক মাওলানা Habibur Rahman Masrur  এর উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডে পরিচালক জনাব Jahed Ahmed । 
অনুষ্ঠানে সাধারণ পরিষদের দায়িত্বশীল হিসাবে অভিষিক্ত হন

সভাপতি:Jahed Ahmed Foysol
সাধারণ সম্পাদক :এইচ এম ছাদিকুর রাহমান 
সহ-সভাপতি: মুহসিন আহমদ রব্বানী  Muhammad Guljar, Farid Uddin Ferdous, Md Ismail Hussin, Hasan Mehedi,  Abdus Salam Azad, হা-মীম রশীদ হানাফী, Sabbir Siddiki, জাকারিয়া আহমেদ, Juned Tapadar, যুগ্ম সাধারণ সম্পাদক:
Fahad Kazi ও Scholar Joshim Uddin 
সহ সাধারণ সম্পাদক :
এম.সাদিকুর রাহমান সিদ্দিকী, MD Khaled Saifullah , Hafiz Foysol Ahmed, Hussain Ahmed, রেজাউল করিম রেজা কোষাধ্যক্ষ :আলিম উদ্দীন আলেক সাংগঠনিক সম্পাদক:Imdadul Haque অর্থ সম্পাদক : কলিমুল্লাহ মনজুর আন্তর্জাতিক সম্পাদক  :Shihabuddin Farhad Al Amiri দফতর ও পাঠাগার সম্পাদক :Hafiz Imran প্রচার সম্পাদক:Hafiz Abdullah Salim ছাত্র কল্যাণ সম্পাদক :M D Kamal Ahmed সাহিত্য সম্পাদক:রশীদ বিন আং মতিন, আপ্যায়ন সম্পাদক :Md Bilal Ahmed প্রকাশনা সম্পাদক:Aklakul Ambiya Nasir ধর্ম সম্পাদক :Sayem Uddin তথ্য ও প্রযুক্তি সম্পাদক :Affan Imran 

আল্লাহ পাক ফাউন্ডেশনের এর মাধ্যম সকলকে দ্বীনের বহুমুখী খেদমত করার তাউফিক দান করুণ।

Post a Comment

Previous Post Next Post