প্রবাসে করোনা ভাইরাসে কেড়ে নিল জকিগঞ্জের জালালের প্রাণ

 প্রবাসে করোনা ভাইরাসে কেড়ে নিল জকিগঞ্জের জালালের প্রাণ 

প্রবাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জকিগঞ্জের দরিয়াবাজ (থানাবাজার এলাকার) গ্রামের জালাল নভেল।
 বুধবার দিবাগত রাত দুইটায় মালয়েশিয়ায় তিনি ইন্তেকাল করেছেন।  ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাইহী রাজিউন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার চাচাতো ভাই দুবাই প্রবাসী ফাহিম জানান, প্রথমে তাঁর (জালাল) ছোট ভাই বেলাল করোনাক্রান্ত ছিলেন। এর পর জালাল নভেল এর করোনা পজেটিভ হয়। বড় ভাইয়ের মৃত্যু হওয়ায় বেলাল অসুস্থ  হয়ে পড়েছেন। 
এদিকে জালাল নভেল এর ইন্তেকালে সবত্র শোকের ছায়া নেমে আসে।


Post a Comment

Previous Post Next Post